আলয়অবশ্য

অবশ্য

অবশ্য১ abaśya বিশেষণ, বশ করা যায় না এমন, অবাধ্য। [সংস্কৃত ন + বশ্য]।

অবশ্য২ abaśya অব্যয় ক্রিয়া-বিশেষণ, বিণ-বিশেষণ, ১ নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; ২ তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সংস্কৃত অবশ্যম্]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র