অজ্ঞান ajñāna বিশেষণ, ১ জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); ২ মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। ☐ বিশেষ্য, ১ জ্ঞানের অভাব; ২ অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); ৩ মায়া, মোহ। [সংস্কৃত ন+জ্ঞান]।অসংসদ বাংলা অভিধান