আলয়অঙ্গদ

অঙ্গদ

অঙ্গদ aṅgada [অঙ্গ—দ (দয়্ = গ্রহণ করা; দে = পোষণ করা; দৈ = শোধন করা) + অ (র্ত্তৃ)—যে অঙ্গ (প্রধানতঃ বাহু) গ্রহণ করে বা রক্ষা করে বা শোধন করে। প্রা৽ বাং আঙ্গদ (দ্রঃ)] বি, বাহুতে পরিধান যোগ্য অলঙ্কার— বিঃ, কেয়ূর; বাজু। “অ৽ দুটি বাহুতে পরায় কুণ্ডল দেয় কানে।”—রবী৽। ২ কিষ্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। “অ৽ বলেন প্রভু যুক্তি নাহি হয়।”—কৃত্তি৽। [বালিরাজার ঔরসে ও তারার গর্ভে জন্ম। অ৽বাকপটুত্বের জন্য বিশেষ বিখ্যাত ছিলেন। শাস্ত্রকারেরা বলেন—অ৽ বৃহস্পতির অংশ বিঃ। সীতা—অন্বেষণার্থ অ৽ একদল কপি সৈন্যের অধিনায়করূপে দক্ষিণ— দিকে প্রেরিত হন এবং সম্পাতির নিকট হইতে সীতার সন্ধান আনিয়া দেন। সুগ্রীবের মৃত্যুর পর অ৽ কিস্কিন্ধ্যার রাজা হন] ৩ লক্ষ্মণের উর্ম্মিলাগর্ভজ এক পুত্র। ৪ দুর্য্যোধনের পক্ষাশ্রিত জনৈক যোদ্ধা। স্ত্রীং অঙ্গদা—বি, পিঙ্গলানাম্নী দক্ষিণ দিগ্‌হস্তিনী।

অঙ্গদ aṅgada বিশেষ্য, ১ কেয়ূর বাজু প্রভৃতি অলংকার; ২ কিস্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। [সংস্কৃত অঙ্গ+√দৈ+অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র