আলয়অঙ্গ

অঙ্গ

অঙ্গ১ [অন্গ্ (গমনে, বোধে) + অ (র্ত্তৃ, ণে)—যে গমন করে বা যদ্বারা আকৃতির বোধ হয়] বি, হস্ত পদাদি অবয়ব ও শরীরের অংশ। ২ শরীর যন্ত্র organ. ৩ শরীর; দেহ। —”অঙ্গে যতই চাপায় রতন, কবি বসে থাকে ছবির মতন।”—রবী৽। “কপালে কঙ্কণ মারে, রুধির বহিছে ধারে। কাম—অঙ্গ—ভস্ম লেপে অঙ্গে”—অ৽ ম৽। ৪ আকৃতি; মুর্ত্তি; চেহারা। “অনঙ্গের অ৽ দিলি।”—ভারত৽। “একদা তুমি অ৽ ধরি ফিরিতে নব ভুবনে মরি মরি অনঙ্গ দেবতা।”—রবী৽। ৫ অংশ; অবয়ব। “অ৽ শব্দে অংশ কহে শাস্ত্র পরমাণ। অঙ্গের অবয়ব উপাঙ্গ আখ্যান অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অ৽। অঙ্গের অবয়বগণ কহিয়ে উপাঙ্গ” —চৈ৽ চ৽। ৬ অপরিহার্য্য অংশ; যার অভাবে কিছু সম্ভাবিত হয় না; যা না হইলে কোন কিছু অসম্পূর্ণ থাকিয়া যায়। “বিরাম কাজেরই অ৽ একসাথে গাঁথা। নয়নের অংশ যেন নয়নের পাতা” “জন্ম মৃত্যু দোঁহে মিলে জীবনের খেলা, যেমন চলার অ৽ পা—তোলা পা—ফেলা।”—রবী৽। রথাঙ্গ; চতুরঙ্গ ই৽। ৭ উপকরণ। প্র—জিনিষগুলি ফেলিয়া দিও না ওগুলি পূজার অ৽। ৮ স্ব (আপন) এই অর্থ— বাচক। প্র—অঙ্গীকার। ৯ বেদাঙ্গ; বেদের ৬টী অবয়ব গ্রন্থ (শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দঃ নিরুক্ত, জ্যোতিষ)। “যিনি অষ্টাঙ্গ সংযুক্ত মেধা ও গুরু শুশ্রূষা অবলম্বন করিয়া অ৽, উপনিষৎ ও ইতিহাস পুরাণের সহিত চতুর্ব্বেদ অধ্যয়ন করেন।—মহা৽ (বর্দ্ধ)। ১০ বৌদ্ধধর্ম্মশাস্ত্র ভেদ। ১১ [জ্যো৽] জন্মাদি লগ্ন। ১২ [ব্যা৽] অন্তস্থ প্রত্যয়ের পূর্ব্ববর্ত্তী প্রকৃতি। ১৩ [রসায়ণে] অঙ্গারের সাঙ্কেতিক চিহ্ন অ৽ (c)।

অঙ্গ২, বি, রাজা বিঃ, রাজ্য বিঃ; অঙ্গ রাজ্যের অধিবাসী। ২ [পু৽] অসুর বংশীয় বলি— রাজার ক্ষেত্রজ পুত্র, বলিপত্নীর গর্ভে দীর্ঘতমা মুনির ঔরসে ইঁহার জন্ম—ভাগবত ও মহা৽। ৩ [মহা৽, বিষ্ণুপু৽] বলিপুত্র অঙ্গ—প্রতিষ্ঠিত, গঙ্গা সরযূ—সঙ্গম হইতে আরম্ভ করিয়া পূর্ব্বদিকে বিস্তৃত দেশ বিঃ [রামা৽ রাজ৽—টীকা] দুর্য্যোধন সখা কর্ণের রাজ্য। বর্ত্তমান ভাগলপুর ও তৎ— সন্নিহিত প্রদেশকে ও তার অধিবাসীদিগকেও অ৽ বলা হইত। কৌশিকী নদীর দক্ষিণে ও গঙ্গানদীর পূর্ব্বতীরস্থ দেশ; রাজধানী চম্পা (লোমপাদ পুরী, অঙ্গপুরী, কর্ণপুরী ও মালিনী নামেও অভিহিত)। সং কাব্যকারগণের মতে মগধরাজ্যের রাজধানী গিরিব্রজের পূর্ব্বপ্রান্তে এবং মিথিলার পূর্ব্বদক্ষিণ বা পূর্ব্বোত্তর কোণে অবস্থিত। য়ুআন—চুআঙ্ বলেন—ইহা গঙ্গা— গর্ভস্থ প্রস্তরময় দ্বীপ বিঃ হইতে ২৪ মাইল দূরে অবস্থিত। মিঃ কানিংহাম ভাগলপুরের নিকট চম্পানগর ও চম্পাপুর নামে দুইটী গ্রাম এবং ভাগলপুরের ২৪ মাইল পশ্চিমে একটী শিলা— কীর্ণ জনপদের অস্তিত্ব দেখিয়া ঐজনপদটীকেই উক্ত প্রস্তরময় দ্বীপ বলিয়া নির্দ্দেশ করিয়াছেন।

অঙ্গ aṅga বিশেষ্য, ১ অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; ২ আকৃতি, মূর্তি (‘একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে’; রবীন্দ্রনাথ ঠাকুর); ৩ অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); ৪ উপকরণ (পূজার অঙ্গ); ৫ (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৬ ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সংস্কৃত √ অঙ্গ্+অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র