অংকুশ
বিশেষ্য
- হাতির মাথায় প্রহার করে বা খোঁচা দিয়ে তার দুষ্টতা দমন বা গতি বৃদ্ধি করার আঁকশির মুখের ন্যায় সূক্ষ্মাগ্র বক্রমুখ লৌহদণ্ড বিশেষ;
- অংকুশ; অঙ্কুশ; হস্তী তাড়নদণ্ড; মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; ডাঙ্গস; আঁকশি; লোহার আঁকষি (জাতক, পঞ্চম খণ্ড); hook.
ব্যুৎপত্তি
- সংস্কৃত, অন্ক্ (গমন করা) + উশ্ বা উষ—ণ (সংজ্ঞার্থে) যা মর্ম স্থানে গমন করে।
প্রয়োগ
- বিশেষ্য, হস্তী তাড়নদণ্ড। ‘গজ গমনে আঁকশির ন্যায় অঙ্কুশ মাহুতগণ কর্ত্তৃক ব্যবহৃত হইবে।’ —শুক্রনীতিসার।
- বিশেষ্য, হাতি চালানোর লৌহুদণ্ড। ‘অংকুশ হস্তে প্যারীজান হস্তীর ঘাড়ের উপর বসিয়া …।’ —মীর মশাররফ হোসেন, ১৮৯০।
Scroll Up