আলয়অঙ্কুশ

অঙ্কুশ

অংকুশ

বিশেষ্য

  1. হাতির মাথায় প্রহার করে বা খোঁচা দিয়ে তার দুষ্টতা দমন বা গতি বৃদ্ধি করার আঁকশির মুখের ন্যায় সূক্ষ্মাগ্র বক্রমুখ লৌহদণ্ড বিশেষ;
  2. অংকুশ; অঙ্কুষ; হস্তী তাড়নদণ্ড; মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; ডাঙ্গস; আঁকশি; লোহার আঁকষি (জাতক, পঞ্চম খণ্ড); hook.

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, অন্‌ক্ (গমন করা) + উশ্ বা উষ—ণ (সংজ্ঞার্থে) যা মর্ম স্থানে গমন করে।

প্রয়োগ

  1. বিশেষ্য, হস্তী তাড়নদণ্ড। ‘গজ গমনে আঁকশির ন্যায় অঙ্কুশ মাহুতগণ কর্ত্তৃক ব্যবহৃত হইবে।’ —শুক্রনীতিসার।
  2. বিশেষ্য, হাতি চালানোর লৌহুদণ্ড। ‘অংকুশ হস্তে প্যারীজান হস্তীর ঘাড়ের উপর বসিয়া …।’ —মীর মশাররফ হোসেন, ১৮৯০।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র