অঘ্রাণ [অগ্রহায়ণ অব্যয়, (অপভ্রংশ)। গ্রাম্য— অগ্ঘাণ, অঘান। বৈষ্ণব পদাবলি সাহিত্য— আঘন] বিশেষ্য, অগ্রহায়ণ মাস। “অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি মধুর হাসি।”— রবীন্দ্রনাথ ঠাকুর। “অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরাঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া।”— ঐ। ২ ঘ্রাণরাহিত্য; গন্ধশূন্যতা। ৩ বিশেষণ, গন্ধহীন; নির্গন্ধ।
অঘ্রান aghrāna , (বর্জিত) অঘ্রাণ-অগ্রহায়ণ -এর কথ্য রূপ।