অগ্রহায়ণ [অগ্র (প্রথম) + হায়ন (বৎসর)— বৎসরের প্রথম বা অগ্র (শ্রেষ্ঠ) হায়ন (ব্রীহি ধান্য)— বৎসরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি উৎপন্ন হয়। প্রতি বৎসর অগ্রহায়ণ মাসে ক্ষেত্রে হৈমন্তিক শস্য প্রাচুর্য্যসহ হায়ন বা ব্রীহি ধান্য উৎপন্ন হয়। পূর্ব্বে এই কৃষিপ্রধান দেশে সাধারণ লোকে ঐ সময় হইতেই বৎসরের আরম্ভ গণনা করিতে থাকে; চন্দ্র সূর্য্যের গতি লক্ষ্য করিয়া বৎসর গণনা করিতে তারা জানিত না। তখন ছয় ঋতু হেমন্তকে আদি করিয়া শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ পর্য্যায়ে গণনা করা হইত। এই হেতু বৎসরের প্রথম মাস বা শ্রেষ্ঠ হায়ন অর্থ্যাৎ ব্রীহি উৎপাদক মাসের নাম। প্রাচীন বাংলা “আঘণ”। আধুনিক বাংলা চলিত— ‘অঘ্রাণ’] বিশেষ্য, হেমন্ত ঋতুর প্রথম মাস; মার্গশীর্ষ।
অগ্রহায়ণ agra-hāẏaṇa বিশেষ্য, বাংলা বৎসরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বৎসরের প্রথম মাসরূপে গণ্য হত)। [সংস্কৃত অগ্র+হায়ন (বৎসর)]।