অগ্রমাস [অগ্র (প্রধান) মাংস, মাস (ধা)। গ্রাম্য অগ্রগোড়া— বঙ্গীয় শব্দকোষ] বিশেষ্য, বক্ষঃস্থলে পদ্মাকৃতি মাংসভাগ; বুকের কলিজার অগ্রভাগের মাংস; দূষিত ভাবে যকৃতের মাংসবৃদ্ধিরূপ রোগবিশেষ। “পিলে অগ্রমাসে মলো,”— বিষবৃক্ষ।
অগ্রমাস বিশেষ্য, (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ (‘পিলে অগ্রমাসে মলো’: ব. চ.)।