অগ্রণী [অগ্র— ণী (লওয়া) + ক্বিপ্ (কর্তৃবাচ্যে) যে অগ্রে লইযা যায়— উপপদ সমাস] বিশেষণ, শ্রেষ্ঠ; অধ্যক্ষ; দক্ষ। ২ বিশেষ্য, নায়ক; নেতা; দলপতি। ৩ সেনাপতি।
অগ্রণী বিশেষণ, শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বিশেষ্য, ১ নেতা; ২ প্রবর্তক, pioneer.