আলয়অগ্র

অগ্র

অগ্র [অগ্ (অন্গ— গমন করা) + র (কর্তৃবাচ্যে—  রক্) যে আদিতে বা প্রথমে গমন করে] বিশেষণ, আদ্য; প্রথম [বাংলায় ক্রিয়া— বিশেষণ ‘অগ্র’ স্থলে ‘অগ্রে’— অগ্র, ৯— ১১ দ্র:। “অগ্রে পাঠ শেষ কর তার পর যাও”] ২ অগ্রবর্ত্তী; আগবাড়ান। “সকল কাজে তাকেই দেখি অগ্র।” ৩ প্রধান; শ্রেষ্ঠ। প্রয়োগ— অগ্রমহিষী; অগ্রযোদ্ধা। ৪ বিশেষ্য, উপরিভাগ। “গৃহাগ্রে উড়িছে ধ্বজ।”—  মেঘনাদবধ কাব্য। ৫ প্রান্তভাগ; শেষভাগ। প্রয়োগ— কুশাগ্র; সূচ্যগ্র। ৬ অবলম্বন; আশ্রয়; নিষ্ঠা। প্রয়োগ—  একাগ্র চিত্ত। ৭ সূক্ষ্মাগ্র চূড়া; শীর্ষদেশ; শিখর; মস্তক; আগা; ডগা apex.৮ পুরোভাগ। “রথের অগ্রেতে বৈসে বীর হনুমান।”—  মহাভারত (কাশী)। ৯ [অগ্র স্থলে অগ্রে] ক্রিয়া-বিশেষণ, পূর্ব্বে। “তব অগ্রে তারা সব গেছে স্বর্গলোকে।”— মহাভারত (কাশীরাম)। ১০ সম্মুখে। “তব অগ্র মারে সেনা দেখিছ দাণ্ডায়ে”— মহাভারত (কাশীরাম)। ১১ সমীপে; নিকটে। “দ্রোণ-গুরু-অগ্রে কহে করিয়া রোদন।”— মহাভারত (কাশীরাম)।

অগ্র agra বিশেষ্য, ১ উর্ধবদেশ, শিখর (‘গৃহাগ্রে উড়িছে ধ্বজা’: মধু]; ২ আগা, ডগা, apex (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৩ প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); ৪ সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); ৫ উপরিভাগ (দধির অগ্র); ৬ অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। ☐ বিশেষণ, ১ প্রথম (অগ্রভাগ); ২ প্রধান (অগ্রমহিষী); ৩ সম্মুখস্থ, anterior (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। [সংস্কৃত √ অগ্+র]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র