অগ্নিহোত্র [অগ্নি— হোত্র (হু = হোম করা + ত্র— ধি) অগ্নির হোম করা হয় যাতে— বহুব্রীহি] বিশেষ্য, সাগ্নিকের প্রাত্যহিক হোম (অগ্নিহোত্রী বা সাগ্নিকগণ বিবাহ করিয়া শরৎ, বসম্ত বা গ্রীষ্মকালে অগ্নিস্থাপন করিয়া প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় তাতে হোম করেন। ইহা মাস বা যাবজ্জীবন সাধ্য। যাবজ্জীবন সাধ্য হোমের রক্ষিত অগ্নি দ্বারা তাঁদের অন্তিমে দাহকার্য্য হয়)। ২ [অগ্নি— হু (হোমকরা) + ত্র (ণে)] বিশেষ্য, ঘৃত।
অগ্নিহোত্র বিশেষ্য, সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।