অগ্নিসংস্কার [অগ্নি দ্বারা সংস্কার— তৃতীয়া তৎপুরুষ সমাস] বিশেষ্য, অগ্নিদ্বারা শোধন। ২ বিধিপূর্ব্বক দাহাদিকার্য্য; মৃতসৎকার। “অনন্তর অগ্নি সংস্কার করিয়া বানরগণ স্রোতস্বতীতে স্নানার্থ গমন করিল।”— রামায়ণ তত্ত্ব।
অগ্নিসংস্কার বিশেষ্য, ১ আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; ২ শবদাহ।