অগ্নিদগ্ধপ্রস্তর [অগ্নি দ্বারা দগ্ধ যে প্রস্তর— তৃতীয়া তৎপুরুষ সমাস, ধা] বিশেষ্য, অগ্নি সংযোগে উৎপন্ন প্রস্তর [ভূতত্ত্বে— প্রস্তরসমুহ দুইভাগে বিভক্ত,— অগ্নিদগ্ধ বা আগ্নেয় প্রস্তর ও বারুণ প্রস্তর। “পৃথিবীর প্রথম অংশে পরিগণিত প্রস্তর সকল অগ্নির সাহায্যে বর্ত্তমান অবস্থা প্রাপ্ত হইয়াছে অর্থাৎ তারা অগ্নি দ্বারা দ্রব হইবার পর শীতল হইয়া বর্ত্তমান রূপ ধারণ করিয়াছে।”— প্রাকৃত ভূগোল (ডাঃ রাজেন্দ্র মিত্র)] volcanic rocks,