আলয়অগ্নিকার্য

অগ্নিকার্য

অগ্নিকার্য্য— বিশেষ্য, অগ্নি দ্বারা সম্পাদ্য কার্য্য। ২ অগ্নিকর্ম্ম ১ দ্রষ্টব্য। ৩ মৃত ব্যক্তির দাহক্রিয়া; অন্ত্যেষ্টিক্রিয়া। “বিভীষণ যথাবিধি অগ্নি কার্য্য করিলেন। রাক্ষসবীরের দেহ ভষ্মীভূত হইলে, তিনি কৃতস্নান হইয়া আর্দ্রবসনে বিধি অনুযায়ী সদর্ভ তিলোদকে উঁহার তর্পণ করিলেন।”— রামায়ণ-তত্ত্ব।

অগ্নিকার্য বিশেষ্য, অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র