আলয়অগ্নি

অগ্নি

অগ্নি [অগ্, অনগ্ (গমন করা) + নি (কর্তৃবাচ্যে) সংজ্ঞার্থে— যে ঊর্দ্ধে গমন করে। তুলনামূলক— ল্যাতিন, ইগ্নিঃ (স্ = ঃ) ignis; ফ্রেঞ্চ— ইগ্নি igne; স্লোভেনিয়ান— ogni; স্পেনিশ, ইতালিয়ান— ignes; ফারসী— আতশ্; হিন্দি— আগ, আগি, অগিন্; বাংলা আগুন] বিশেষ্য, বহ্নি; আগুন [পঞ্চভূতের তৃতীয়, তেজেরই প্রকার ভেদ। শব্দ, স্পর্শ, ও রূপবিশিষ্ট বলিয়া অগ্নি ত্রিগুণাত্মক। শ্রুতি মতে, আকাশ বায়ু তেজের উৎপত্তি। অগ্নি ৩ প্রকার—  (কাষ্ঠাদি পার্থিব পদার্থ অগ্নি) ভৌম; (জল, বায়ু অগ্নি— বিদ্যুৎ, উল্কা, বজ্র ইত্যাদি অগ্নি) দিব্য; (ভুক্ত অন্ন পানাদি পরিপাককারী উদরস্থ অগ্নি) জঠরাগ্নি] ২ ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী (বিষ্ণ পুরাণ)। ধর্ম্মের ঔরসে ও বসু-ভার্য্যার গর্ভে অগ্নির জন্ম। ইনিই প্রথম অগ্নি বলিয়া বিখ্যাত (মহাভারত)। মতান্তরে ব্রহ্মার মুখ হইতে অগ্নির জন্ম। অগ্নি স্থূলকায়, লম্বোদর, রক্তবর্ণ, কেশ, ভ্রূ ও চক্ষু পিঙ্গলবর্ণ, শক্তি ও অক্ষসূত্রধারী, ছাগবাহন। অন্যত্র অগ্নির ৩ পদ ৭ হস্ত, ২ মুখ, বর্ণ বালার্ক সদৃশ [দ্রষ্টব্য অথর্ব্ববেদ মতে] ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র অথর্ব্বা ‘প্রমন্থ’ বা অগ্নির স্রষ্টা (গ্রীক প্রমিথিউস্ Prometheus স্বর্গ হইতে অগ্নি আনয়ন করেন)] ৩ [অগ্নি দক্ষিণ-পূর্ব্বদিকের অধিপতি বলিয়া অগ্নিকোণ নামে খ্যাত] পূর্ব্ব-দক্ষিণ কোণ। অগ্নি দেবতাদিগের মুখস্বরূপ ও দেবতাদিগের যজ্ঞাংশ যথাস্থানে পৌঁছাইয়া দেন। ৪ [ঋগ্বেদে] দেবদূত তুলনামূলক— গ্রীক পূরাণ— অগ্নিদেব হার্মিস্ (Hermes— গ্রীক দেবতাগনের দূত)।

অগ্নি agni বিশেষ্য, ১ যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; ২ ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; ৩ তেজ, শক্তি; ৪ পরিপাকশক্তি, ক্ষুধা; ৫ জ্বালা (ক্রোধাগ্নি)। [সংস্কৃত √ অগ্ + নি]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র