আলয়অগোচর

অগোচর

অগোচর [ন = অ— গোচর (ইন্দ্রিয় বিষয়)— নঞ্ তৎপুরুষ সমাস] বিশেষণ, যা বুদ্ধি বা ইন্দ্রিয় বিষয়ীভূত নহে; পরোক্ষ; অপ্রত্যক্ষ; অজ্ঞেয়; অবিজ্ঞেয়; ইন্দ্রিয়ের অতীত। “যিনি চক্ষের চক্ষু হইয়া ও চক্ষের অগোচর, বাক্যের বাক্য হইয়াও বাক্যের অগোচর, মনের মন হইয়াও মনের অগোচর, তাঁর বিষয় উপদেশ এইমাত্র, যে তিনি বিদিত কি অবিদিত তাবৎ বস্তু হইতে ভিন্ন।” — উপনিষৎ (দ্বিজেন্দ্রনাথ ঠাকুর) ২ বিশেষ্য, ব্রহ্ম। স্ত্রীলিঙ্গ, অগোচরা। ক্রিয়া-বিশেষণ, অগোচরে— অজ্ঞাতে।

অগোচর agocara বিশেষণ, ১ বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর); ২ অজ্ঞাত; ৩ অপ্রত্যক্ষ। [সংস্কৃত ন+গোচর]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র