আলয়অগস্তি

অগস্তি

অগস্তি [অগ (পর্ব্বত)— স্তৈ (স্তম্ভিত করা) + অ (কর্তৃবাচ্যে) যিনি সূর্য্যাদির গতি রোধকারী বিন্ধ্য পর্ব্বতকে স্তম্ভিত করিয়াছিলেন— দ্বিতীয়া তৎপুরুষ] বিশেষ্য, অগস্ত্য; বেদ ও পুরাণে উল্লিখিত স্বনামখ্যাত মুনি; উর্ব্বশীর উদ্দেশে মিত্রাবরুণনিষিক্ত তেজ হইতে কুম্ভমধ্যে সম্ভূত খর্ব্বাকৃতি মহর্ষি; পত্নী লোপামুদ্রা।— রামায়ণ। বিন্ধ্যপর্ব্বত বর্দ্ধিত হয়ে সূর্য্যের গতিরোধ করিবার উপক্রম করিলে, ইনি বিন্ধের নিকট উপস্থিত হন, বিন্ধ্য স্বীয় গুরুকে নত হইয়া প্রণাম করিলে, মুনি বলেন— ‘যাবৎ আমি প্রত্যাবৃত্ত না হই তাবৎ তুমি এই অবস্থায় থাক।’ এই বলিয়া তিনি ভাদ্রের প্রথমম দিন দক্ষিণাপথে প্রস্থান করেন, আর ফিরেন নাই। কেহ কেহ ইহা আর্য্যকর্তৃক বিন্ধ্য অতিক্রম করিয়া দক্ষিণাপথে উপনিবেশ সংস্থাপনের রূপক মনে করেন। দক্ষিণাপথের লোকেও তাঁকে দ্রাবিড়জাতির প্রথম জ্ঞানোপদেষ্টা বলে। ডাঃ কলডোয়েল অগস্ত্যমুনির প্রাদুর্ভাবকাল ৬/৭ শত বৎসর খ্রীষ্ট পূর্ব্বে অনুমান করেন। এই নামে খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দীর জনৈক তামিল গ্রন্থকার।— ভারতকোষ। ২ [জ্যোতির্বিদ্যা] অব্যয়, নক্ষত্র (যার উদয়ে শরৎ ঋতু সুচিত হয়) the canopus.

অগস্তি agasti বিশেষ্য, ১ স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; ২ (জ্যোতিষ) যে নক্ষত্রের উদয়ে শরৎ ঋতু সূচিত হয়, Canopus [সংস্কৃত অগ+√ স্তৈ+অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র