অগম্যা বিশেষণ, যে স্ত্রীকে সম্ভোগ করা অবৈধ অর্থাৎ নীতি ও ধর্ম্ম বিরুদ্ধ [দ্রষ্টব্য— বিবাহিতা স্ত্রী ভিন্ন স্ত্রী মাত্রই অগম্যা। স্মৃতিশাস্ত্রে গুরুজন, রাজা, শ্রোত্রিয়, ঋত্বিক, উপাধ্যায় ও বন্ধুপত্নী, ভগিনী, কন্যা ও তৎসমা সগোত্রা, উত্তমবর্ণা, কুমারী, অন্ত্যজা, রজস্বলা, শরণাগতা, প্রব্রজ্যাবলম্বিনী এবং ন্যাসীকৃতা অগম্যা বলিয়া উক্ত হইয়াছে, গমন অতিপাতক, মহাপাতক ও অনুপাতক]
অগম্যা agamyā বিশেষণ, যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ। [সংস্কৃত ন+গম্যা]।