আলয়অগম্য

অগম্য

অগম্য [ন = অ— গম্ (গমন করা) + য (কর্মবাচ্যে)] বিশেষণ, গমনের অযোগ্য; যেখানে যাওয়া উচিত নহে। ২ দুর্গম; যেখানে যাওয়া যায় না বা যাওয়া দুর্ঘট। প্রয়োগ— এমন অগম্য স্থানই নাই যথা যাইতে তার সাহসে কুলায় না। ৩ যা সহজে বুঝা যায় না; যা বুঝা কঠিন বা দুরূহ; দুর্ব্বোধ; যা জ্ঞানগম্য নহে। “অগম্য অপার তুমি হে। কে জানে কে জানে তোমায়!”— ব্রহ্মসঙ্গীত।

অগম্য agamya বিশেষণ, ১ দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্থানই তাকে বেশি আকৃষ্ট করে); ২ অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; ৩ দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); ৪ নাগালের বাইরে (মনের অগম্য)। [সংস্কৃত ন+গম্য]।

অগম্য বিশেষণ, যৌনসম্ভোগ করা যায় এমন; অভিমুখে বা কোনোকিছুর দিকে যাওয়া যায় এমন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র