অগতি [অ (নাই) + গতি (গমন) যার— বহুব্রীহি] বিশেষণ, গতিহীন; স্থির; অচল। ২ [গতি (উপায়)] বিশেষ্য, যার অবলম্বন নাই; যার উদ্ধারের উপায় নাই; নিরুপায়। “অগতির গতি তুমি রহিলে কোথায়।”— কালী প্রসন্ন ঘোষ। ৩ অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন হওয়ার অভাব।
অগতি agati বিশেষণ, ১ গতিহীন, স্থির, নিশ্চল; ২ নিরুপায়। ☐ বিশেষ্য, ১ নিরুপায় ব্যক্তি (‘অগতির গতি তুমি’: কালীপ্রসন্ন ঘোষ); ২ মৃতের সৎকার বা প্রেতকার্য না হওয়া। [সংস্কৃত ন+গতি]।