আলয়অগণ্য

অগণ্য

অগণ্য [ন = অ— গণন (সংখ্যা করা) + য (কর্মবাচ্যে)] বিশেষণ, যে গণনার যোগ্য নহে; নগণ্য; অমান্য; অসম্মানিত। ২ অকি়ঞ্চিৎকর; সামান্য; তুচ্ছ। ৩ যা গণনা করা সম্ভব নয়; যা গণিয়া শেষ করা যায় না; অসংখ্য। “অগণ্য বিশ্ব তব পদতলে,” — ব্রহ্মসঙ্গীত। [নগণ্য— গণনার অযোগ্য; যা গণনার মধ্যে ধরা হয় না। অগণ্য সংখ্যার পরিমাণবাচক। ‘নগণ্য’ সমাদর তুলনাদিবাচক। প্রয়োগ—  আকাশে অগণ্য তারা; সমাজের নগণ্য ব্যক্তি। অবজ্ঞা বা ঘৃণার উপযুক্ত অর্থে নগণ্য স্থলে অবজ্ঞেয় চলিত, কিন্তু নগণ্য হইলেই যে অবজ্ঞেয় তা নয়। প্রয়োগ— সমাজে বহু নগণ্য ব্যক্তি আছে কিন্তু কাকেও অবজ্ঞা করা উচিত নহে]।

অগণ্য বিশেষণ, গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সংস্কৃত ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র