অগড়বগড় [অনুকার। হিন্দি ঐ, ‘অণ্ড বণ্ড’ এরূপ চলিত আছে।। প্রাদেশিক গ্রাম্য— আগড়োমবাগড়োম। তুলনামূলক— আলাত পালাত] বিশেষ্য, অর্থহীন ক্রমবিহীন বাক্য; যা তা বকুনি; অসম্বদ্ধ প্রলাপ; ভালমন্দ মিশ্রিত বাক্য; বাতুলের প্রলাপ [দ্রষ্টব্য— যে এইরূপ বকে হিন্দিতে সে বৌড়ম্ (বাতুল)]।
অগড়বগড় agaṛa-bagaṛa বিশেষ্য, অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল। [দেশি]।