আলয়অখাদ্যি

অখাদ্যি

অখাদ্য [ন = অ (অপ্রশস্ত)— খাদ্য—  ন়ঞ্] বিশেষণ, খাদ্যস্বরূপ গ্রহণের অযোগ্য; যা খাইবার মত নহে এরূপ; অভক্ষ্য প্রয়োগ—  “অঘোরপন্থীদিগের অখাদ্য কিছুই নাই।”— ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। ২ নিষিদ্ধভোজ্য; ধর্ম্মবিরুদ্ধ খাদ্য। “গো, গবয়, শরভ, হিন্দুর অখাদ্য, কিন্তু বন্যশূকর এবং গণ্ডার খাদ্য কি অখাদ্য, এ বিষয়ে পণ্ডিতগণের মতভেদ আছে।”

অখাদ্য akhādya বিশেষণ, আহারের অযোগ্য, যা খাওয়া যায় না। ☐ বিশেষ্য, কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য। [সংস্কৃত ন+খাদ্য]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র