আলয়অক্ষৌহিণী

অক্ষৌহিণী

অক্ষৌহিণী [অক্ষ (গজাদি) + উহিনী (সংখ্যাকারিণী; নির্ণয়কারিণী।— উহ (বিতর্ক করা) + ইন্ (কর্তৃবাচ্যে)— স্ত্রীলিঙ্গ, ঈপ্। অশ্বগজাদির সংখ্যাকারিণী— ষষ্ঠী তৎপুরুষ সমাস] বিশেষ্য, চতুরঙ্গিণী সেনার সংখ্যাভেদ; যে সেনাদলে ১০৯৩৫০ পদাদি, ৬৫৬১০ অশ্ব, ২১৮৭০ হস্তী ও ২১৮৭০ রথ— মোট ২,১৮,৭০০ সৈন্য থাকে [১ হস্তী, ১ রথ, ৩ অশ্ব ও ৫ পদাদি = ১ পত্তি, ৩ পত্তি = ১ সেনামুখ, ৩ সেনামুখ = ১ গুল্ম, ৩ গুল্ম = ১ গণ, ৩ গণ = ১ বাহিনী, ৩ বাহিনী = ১ পৃতনা; ৩ পৃতনা = ১ চমূ, ৩ চমূ = ১ অনীকিনী, ১০ অনীকিনী = ১ অক্ষৌহিণী। স্বতন্ত্র স্বতন্ত্র সেনাদলের অধ্যক্ষ স্বতন্ত্র স্বতন্ত্র নামে অভিহিত— পত্তিপতি, সেনামুখনেতা, গুল্মনায়ক, গণনায়ক, বাহিনীপতি, পৃতনাপতি, চমূপতি, অনীকিনীপতি, অক্ষৌহিণীপতি এবং সকলের উপর সেনাপতি (Commander-in-chief)]।

অক্ষৌহিণী akṣauhiṇī বিশেষ্য, পুরাণ অনুসারে ১০৯৩৫০ পদাতি, ৬৫৬১০ অশ্ব, ২১৮৭০ হস্তী এবং ২১৮৭০ রথ নিয়ে মোট ২১৮৭০০ চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সংস্কৃত অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র