অক্ষরবৃত্ত
বিশেষ্য
- অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)।
- অনুরূপ সংস্কৃত ছন্দবিশেষ। ভাগ সম্বন্ধীয় বিভজনজাত। ‘ধ্বনির গাম্ভীর্য্য এবং বাক্যের সম্প্রসারণ ক্ষমতা ও সুর বৈচিত্র্যই অক্ষরবৃত্ত ছন্দের বিশেষত্ব ও ইহা গীতি কবিতার পক্ষে বিশেষ উপযোগী।’
ব্যুৎপত্তি
- সংস্কৃত অক্ষর + বৃত্ত।