অক্ষয়বট
বিশেষ্য
- প্রয়াগ, ভুবনেশ্বর, গয়া, চন্দ্রনাথ ইত্যাদি তীর্থস্থানে রোপিত বটবৃক্ষ। প্রবাদ আছে, ঐ সকল বৃক্ষমূলে জলসেক করলে এবং ঐ বৃক্ষের পূজা করলে অক্ষয় পূণ্যলাভ হয়। জগন্নাথ পুরীতেও অক্ষয় বট প্রদর্শিত হয়। কাব্যে বৈতরণী নদীর তটে অক্ষয় বটের উল্লেখ — ‘অক্ষয় নামেতে বট বৈতরণী তটে।’ — মেঘনাদবধ কাব্য।
ব্যুৎপত্তি
- সংস্কৃত অক্ষয় + বট।