অক্ষয়
বিশেষণ
- ক্ষয়রহিত; ক্ষয়হীন; অবিনশ্বর; অমর; চিরস্থায়ী; অবিনাশী; সর্ব্বদা বর্ত্তমান। প্রয়োগ— অক্ষয়কীর্ত্তি বা যশ।
- যা নিঃশেষিত হয় না বা ফুরায় না। প্রয়োগ— অক্ষয় ভাণ্ডার।
- নিরবছিন্ন। প্রয়োগ— অক্ষয় স্বর্গবাস।
বিশেষ্য
- রাবণের এক পুত্র।
ব্যুৎপত্তি
- সংস্কৃত, ন = অ (নেই) ক্ষয় (বিনাশ) যার; বহুব্রীহি। যার ক্ষয় নেই। স্ত্রীলিঙ্গ, অক্ষয়া।