আলয়অক্ষম

অক্ষম

অক্ষম

বিশেষণ

  1. ক্ষমতাহীন; শক্তিহীন; দুর্বল।
  2. দুর্বল; অসমর্থ।
  3. অপটু; অপারগ; অসমর্থ।
  4. অযোগ্য; অকৃতী।

প্রয়োগ

  1. লোকটি রোগে অক্ষম হয়ে পড়েছে।
  2. রাজনীতি বিষয়ে বিধিপূর্ব্বক উপদিষ্ট না হইলে রাজকার্য্য নির্ব্বাহে একান্ত অপটু ও রাজমর্য্যাদা রক্ষণে নিতান্ত অক্ষম হইবেক। — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, ন = অ + ক্ষম (সমর্থ)।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র