অক্রূর১ [ন = অ- ক্রুর (কুটীল, অসরল)] বিশেষণ, সরল। স্ত্রীলিঙ্গ, অক্রূরা। বিশেষ্য, অক্রূরতা— সরলতা।
অক্রূর২ বিশেষ্য, কৃষ্ণের পিতৃব্য (যদুবংশীয় শফল্কের ঔরসে গান্দিনীর গর্ভে জন্ম। কংশবধের জন্য বলরাম ও কৃষ্ণকে বৃন্দাবন হইতে মথুরা লইয়া যান)। “হায় রে যমুনে, কেনে না ডুবিল তোমার জলে, অদয় অক্রূর যবে সে আইল ব্রজমণ্ডলে।”— ব্রজাঙ্গনা।
অক্রূর akrūra বিণ. অকুটিল, সরল, ক্রূরতাহীন। ☐ বি. শ্রীকৃষ্ণের পিতৃব্য (ইনি কিশোর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন)। [সং. ন+ক্রূর]।