অক্কা [অক (দুঃখ) + ক (কৈ— শব্দকরা) + অ (কর্তৃবাচ্যে), স্ত্রীলিঙ্গ, আপ্— যিনি সন্তানের প্রসবকাল হইতেই দুঃখসূচক শব্দ করেন] বিশেষ্য, মাতা; জননী। তুলনামূলক— অত্তা (অম্বা); মুসলমানী শব্দ— অক্কা (মান্যা স্ত্রী, জ্যেষ্ঠা ভগিনী); ফারসী— আকা (মালিক; প্রভু); তুর্কী— আতা (পিতা)]। ২ মৃত্যু; পঞ্চত্ব।
অক্কা akkā বি. 1 প্রভু, ঈশ্বর; 2 মাতা; 3 মৃত্যু। [আ. অকা। তু. লা. acca. লাতিনে acca শব্দের অর্থ মাতা বা দেবী, Acca Larentia এক রোমান দেবীর নাম]।