অকেজো [অকার্য্য (প্রাচীন বাংলা) ‘অকাজুয়া’— আধুনিক বাংলায় অচলিত। অ— কাজ (পালী ভাষায় কজ্জ) + উআ] বিশেষণ, কার্য্যের অনুপযুক্ত; যদ্বারা কোন কাজ হয় না; যে কোন কাজ করে না; নিষ্কর্ম্মা। ২ যে বা যা কোনো কাজে লাগে না। “কার্য্যময় এই ব্রহ্মাণ্ড ভিতরে প্রকাণ্ড অকেজো পাহাড়।”— দ্বিজেন্দ্রলাল রায় (মন্দ্র)।
অকেজো akejo বিণ. 1 অকর্মণ্য, নিষ্কর্মা; 2 অব্যবহার্য। [ম. বাং. আকাজুয়া > আ. বাং. অকাজুয়া (অকাজ+উয়া > ও)]।