আলয়অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ akr̥tajña বিণ. উপকারীর উপকার স্বীকার করে না বা মনে রাখে না এমন। [সং. ন+কৃতজ্ঞ]। বি. অকৃতজ্ঞতা।

অকৃতজ্ঞ [ন = অ— কৃতজ্ঞ (যে উপকার স্বীকার করে)— উপপদ সমাস] বিশেষণ, কৃতজ্ঞ নয়; উপকার অস্বীকারকারী; উপকারকের সহিত যে সদ্ব্যবহার করে না; যে উপকারকের অনিষ্ট চিন্তা করে। বিশেষ্য, অকৃতজ্ঞতা— অকৃতজ্ঞের ব্যবহার; উপকার অস্বীকার করণ; উপকারকের প্রতি অসদ্ব্যবহার।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র