অকালকুষ্মাণ্ড বি. অকালে উৎপন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক।
অকালকুষ্মাণ্ড (— শ্শাঁ— ) [অকাল (অ— সময়ে জাত) + কুষ্মাণ্ড (কুমড়া)— যে কুমড়া বলি— দানাদি কার্য্যে লাগে না; যে কুষ্মাণ্ড কোন কাজের নয়] বিশেষ্য, অকেজো; অকর্ম্মণ্য, হিতাহিত জ্ঞান রহিত ব্যক্তি (তিরস্কারচ্ছলে)। “নাহি কি জ্ঞানকাণ্ড? অকাল কুষ্মাণ্ড!”— দ্বিজেন্দ্রলাল রায়। ২ [গান্ধারী কুষ্মাণ্ডাকার মাংসপিণ্ড অকালে প্রসব করেন, যা হতে কুরুকুলনাশন দুর্য্যোধনাদি শত পুত্রের জন্ম, তা হতে] পরিবারের অনিষ্টকর বা কলঙ্ক বা বিনাশহেতু বংশধর বা ব্যক্তি। ৩ দুর্ব্বৃত্ত scoundrel.