অকারণ akāraṇa বিণ. কারণবিহীন (অকারণ বিদ্বেষ, অকারণ হাসি। ☐ ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি, শুধুশুধু (অকারণ হেসে চলেছে)। [সং. ন+কারণ]।
অকারণ [ন = অ— কারণ] ক্রিয়া-বিশেষণ, বিনা কারণে; নিষ্প্রয়োজনে। “নতুবা আপনি, অকারণে অথবা সামান্য কারণে, আর্য্যাকে বিসর্জ্জন দিবেন ইহা কার মনে ছিল।”— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২ অনর্থক; নিরর্থক; বৃথা। “অকারণ ধরি এ আজানু-বাহু-দণ্ড। অকারণ ধরি আমি ধনুক প্রচণ্ড।”— কৃত্তিবাসকৃত রামায়ণ। ৩ বিশেষণ, কারণশূন্য; উদ্দেশ্যবিহীন। “শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গা রে আজি প্রাণ।”— রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ অকর্ত্তব্য। “অকারণ হইলে জীবন হারাইবি।”— গোবিন্দ-গীত।