অকাতর akātara বিণ. ১ কাতর নয় এমন; ২ ব্যাকুলতাশূন্য; ৩ নিঃশঙ্ক; ৪ সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)।
অকাতর [ন = অ + কাতর] বিশেষণ, অক্লিষ্ট; অব্যাকুল; অনভিভূত। ২ নিঃশঙ্ক; নির্ভীক। ৩ বিশেষ্য, অক্লেশ অসঙ্কোচ। ক্রিয়া-বিশেষণ, অকাতরে; অক্লেশে; সহজে; অবলীলাক্রমে; অনায়াসে; সন্তুষ্ট চিত্তে। অকাতরে দান করা। বিশেষ্য, অকাতর্য্য, অকাতরতা। স্ত্রীলিঙ্গ, অকাতরা।