অকলঙ্ক [ন = অ (নাই) কলঙ্ক (দাগ, চিহ্ন, দোষ) যার— বহুব্রীহি] বিশেষণ, বেদাগ; শুভ্র; কলঙ্কহীন; নির্ম্মল; নির্দ্দোষ। “খঞ্জন গঞ্জন আঁখি অকলঙ্ক শশিমুখী, শিরোরুহ অসিত চামর।”— কবিকঙ্কন মুকুন্দরামকৃত চণ্ডীমঙ্গল কাব্য। স্ত্রীলিঙ্গ, অকলঙ্কা। বিশেষণ, অকলঙ্কিত। স্ত্রীলিঙ্গ, অকলঙ্কিতা।
অকলঙ্ক akalaṅka বিশেষণ, কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা (‘অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে’)। [সংস্কৃত ন+কলঙ্ক]।