অকর্ণ [ন = অ— নাই) কর্ণ যার— বহুব্রীহি] বিশেষণ, শ্রবণেন্দ্রিয়হীন। “অচক্ষু সর্ব্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্ব্বত্র গতাগতি।”— ভারতচন্দ্র রায়গুণাকর। ২ বধির; বদ্ধকালা। ৩ [অ (অভাবার্থে)— কর্ণ (সূতপুত্র রাধেয়) = অঙ্গরাজ মহাবীর কর্ণ] কর্ণশূন্য (তুলনামূলক— “অরাম বা অরাবণ।” — মেঘনাদবধ কাব্য)। ৪ [ন = অ (নাই) কর্ণ (হাল) যার — বহুব্রীহি] হালশূন্য (নৌকা) [প্রয়োগের অভাব] ৫ [সর্পের কর্ণ নাই, চক্ষুই তার কর্ণের কার্য্য করে বলিয়া] সর্প [অপ্রচলিত]