অকবি
বিশেষণ
- কবিত্ববিহীন; অপ্রসিদ্ধ; অকৃতী; কবিনামের অযোগ্য; রসজ্ঞান হীন।
ব্যুৎপত্তি
- সংস্কৃত ন = অ + কবি।
প্রয়োগ
- আশে পাশে ঘোরে ঝি টা— নিতান্ত অকবি! — দ্বিজেন্দ্রলাল রায়।
- বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,/ কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঁজে তাই সই সবি!’ — কাজী নজরুল ইসলাম।