অংস বি. ১ স্কন্ধ, কাঁধ। ২ ভাগ, অংশ। [সং. √অম্ + স]।
অংস [অম্ (রুগ্ন হওয়া) + স— সংজ্ঞার্থে— যে ভারাদি দ্বারা রুগ্ন, পীড়িত হয়] বিশেষ্য, স্কন্ধ; কাঁধ। বন্দুক সদর্প ভরে, তুলি নিল অংসোপরে।” — পলাশি। ২ দুইটী স্কন্ধের অর্দ্ধাঙ্গুলি পরিমিত স্নায়ুবিশিষ্ট স্থান। ৩ [অংস্ (ভোগকরা) + অ (ভাববাচ্যে)] বিভাগ [অপ্রচলিত] অংশ (দ্রষ্টব্য)।