অংশী
(-শিন্)
বিশেষ্য
- অবতারের উৎস। ‘কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ।’ কৃষ্ণদাস কবিরাজ, ১৫৮০।
- অংশীদার। ‘অকৃতি সহোদর কৃতি সহোদরের শ্রমার্জ্জিত ধনের অংশ হয়েন।’ বঙ্গদূত পত্রিকা, ১৮২৯; ব্যাঙ্কের সহীকারি অংশিরা একত্র হইয়ছিলেন।’ সমাচার দর্পণ, ১৮২৯।
বিশেষণ
- অংশবিশিষ্ট; ভাগী; অংশ আছে এমন।
- ভাগীদার; partner; shareholder (কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা)।
ব্যুৎপত্তি
- সংস্কৃত অংশ + ইন্, সমাসবদ্ধতায় ও প্রত্যয়-বিভক্তি যুক্ততায় ‘অংশি’।