আলয়অংশভাক

অংশভাক

অংশভাক

বিশেষ্য

  1. অংশী; অংশীদার; উত্তরাধিকারী।

বিশেষণ

  1. অংশগ্রহণের যোগ্য; অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার।
  2. অংশী; অংশীদার; উত্তরাধিকারী।

প্রয়োগ

  1. অংশের অধিকারী। ‘সঞ্চয়ি মক্ষিকার সহিত চাকে থাকিয়া ফাঁকে ফাঁকে অংশভাক হয়।’ বঙ্গদূত পত্রিকা, ১৮২৯।

ব্যুৎপত্তি

  1. অংশভাক্, মুল অংশভাজ, অংশ + ভাজ্ (ভাগে)—যে ভাগ পায়।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র