এবে
[হিন্দি ‘য়হিবের’ সংক্ষেপে অবহি, অবৈ > বাংলা এবে। পদ্যে। প্রাচীন বাংলা এবেঁ। এবেসি = এখন সে। এবেঁসি = এখনই। এবেঁহো = এখনও। এভোঁ, এভোঁহো = এখনও] অব্যয়, এক্ষণে; এখন; উপস্থিত; এ সময়। ‘ছিল ভিক্ষা তব পদে সফল তা এবে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ‘তেঁই সে রাবণ এবে দুর্ব্বার সমরে স্বজনি।’—ঐ। ২ এ সঙ্কটে; এ দুঃসময়ে; এ আসন্নকালে। ‘এ রণক্ষেত্রে পাইনু কি তোরে, নরাধম? কোথা এবে দেব বজ্রপাণি? —মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ‘মাংস তোর মাংসাহারী জীবে দিব এবে।’—ঐ। ৩ অতঃপর। ‘চলি গেল যবে সভ্য সুজন, মুখোমুখী করি বসিলা দুজন, রাজা বলে এবে̣ কাব্য—কূজন আরম্ভ কর কবি!’—রবীন্দ্রনাথ ঠাকুর। ৪ অধুনা; আজিকালি। ‘তপে মগ্ন এবে তাপসেন্দ্র, তেঁই, দেব, লঙ্কার এ গতি।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।