একদৃষ্টি
[এক (এক বিষয়ে) দৃষ্টি (দর্শন) যার—বহুব্রীহি] বিশেষণ, অনন্যদৃষ্টি; একভিন্ন অন্য দিকে যার দৃষ্টি নেই। ২ [এক (অদ্বিতীয়) দৃষ্টি (চক্ষু) যার—বহুব্রীহি] বিশেষণ, কাক (কাকের একটিমাত্রই অক্ষিগোলক থাকে)। ৩ [যার চক্ষু নাই] কাণ। ৪ [এক (এক বিষয়ক) দৃষ্টি (দর্শন)—কর্মধারয়] বিশেষ্য, এক বিষয় দর্শন; একদিকে দৃষ্টিপাত। ৫ একবার নেত্রপাতে যতটুকু দৃষ্টি হয়; একনজর। ক্রিয়া-বিশেষণ, একদৃষ্টে।