ইষু/ [ইষ্ (গমন করা) + উ (কর্তৃবাচ্য)—যে হিংসার জন্য গমন করে] বিশেষ্য, শর; তীর; বাণ। ‘অসি ইষুগদা যে প্রহারে গদাধর।’—শিবায়ণ। ২ পঞ্চবাণ হতে পাঁচ (৫) সংখ্যার চিহ্ন। ‘সমাপ্ত করি গজ ইষু রস সোমে।’(= ১৬৫৮) গীতগোবিন্দ (গিরিধর)। ৩ [শরাকৃতি পত্রও পুষ্প বলিয়া। ‘ইসু’ ইত্যাদি] লতাবি; ইসার মুল। ‘ইসু-র-মূলের গন্ধে পলায় ভুজঙ্গ।’—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ৪ [ত্রিকোণমিতি] বৃত্তক্ষেত্রের মধ্যরেখা; উৎক্রম জ্যা versed sine. ৫ ইসের মূল দ্রষ্টব্য। ইষু বি. বাণ, তির। [সং. √ ইষ্ + উ]।