আলয়ইয়া

ইয়া

ইয়া/ ইয়া [ই + আ। হিন্দি অনুকরণে] আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ‘য়্যা’ এর রূপান্তর; ২৪ পরগণা অঞ্চলে বিশুদ্ধ (ে) একারে পরিণত। প্রয়োগ— (বিশেষ্যে) ছেল্যা = ছেলিয়া = ছেলে; (অসমাপিকা-ক্রিয়া) কর্য়া = করিয়া = করে। ইয়া [= ইআ (সংস্কৃত = ত্বা = তুল = ইংরেজি participle) > য়া = ‍্যা। (পূর্ববঙ্গ)] অসমাপিকা-ক্রিয়া, বিভক্তি। আসা, দেখা, করা ইয়া ক্রিয়াপদে যুক্ত হইয়া ক্রিয়ার অসমাপ্তি ও অন্য ক্রিয়াপদের দ্বারা বাক্যে সমাপ্তির আকাঙ্ক্ষা বুঝায়। যথা—ইয়াযোগে আসা > আসিয়া, করা > করিয়া, দেখা > দেখিয়া ইত্যাদি। তুলনামূলক পূর্ববঙ্গে উচ্চারণে—আস্যা, কর্য়্যা, দেখ্যা। ইয়া দ্রুত উচ্চারণে = এ। আ দ্রষ্টব্য। ‘ভাল- বাসিয়া’ > ভালবাস্যা > ভালবেসে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র