আলয়আ মরি

আ মরি

আ মরি

/ আ-মো-রি / ɑ-mo-ri / āmori /

অব্যয়

  1. আবেগ— মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা— অতুলপ্রসাদ সেন।
  2. বিস্ময়— বলে, আ ম’রে যাই, লইয়ে বালাই, কি রূপের মাধুরী—দাশরথিরায়ের পাঁচালী। আ মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে!—সীতার বনবাস।
  3. সধিক্কার— আ মরি, কি সতী!—শাশুড়ীর যোগ্য বধু!—মাইকেল মধুসূদন দত্ত। আ মরি, আ মরি, যমের ভুল!—নবীনতপস্বিনী।
  4. সরোষ উপহাস— বাবু এদিকে আবার পরম বৈষ্ণব…আ মরি, কি নিষ্ঠে গা!—মাইকেল মধুসূদন দত্ত। আ মরি! কিবা কবিতা সাক্ষাৎ স্বরস্বতী মূর্ত্তিমান্ আলালের ঘরের দুলাল।

উৎস

প্রাকৃত হমারি—সকটাক্ষ বিস্ময় (সংক্ষিপ্তসার, প্রাকৃতপাদ ৫.৯৯)> বা (অমারি) আ মরি, আ মরি মরি)—
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র