আলয়আউটানো

আউটানো

আউটানো — ক্রিয়া, দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। ☐ বিশেষ্য, জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। ☐ বিশেষণ, আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাংলা √ আউটা (সংস্কৃত আবর্তন >)]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র