Modal title

Modal title

আলয়অনন্যমনস্ক

অনন্যমনস্ক

এডুলিচার শব্দকোষ

অনন্যমনস্ক

 

এডুলিচার শব্দকোষ একটি নির্মাণাধীন অভিধান প্রকল্প। বর্তমানে প্রকল্পটির জন্য ভুক্তি সংগ্রহের কাজ চলছে, তাই সকল শব্দের সংজ্ঞা ও অর্থাদি সুলভ নয়। এই প্রকল্পটি বাস্তবায়নে যে সকল অভিধান ও কোষগ্রন্থের সহযোগিতা নেওয়া হচ্ছে নিম্নে সেগুলোর তালিকা প্রধান করা হল—

  1. অন্ত্যমিল অভিধান, সঙ্কলক— হাবিবুর রহমান।
  2. আকাদেমি বানান অভিধান, প্রকাশক— বাংলা আকাদেমি, কলকাতা।
  3. আঞ্চলিক বাংলা ভাষার অভিধান, সঙ্কলক— অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  4. আঞ্চলিক ভাষার অভিধান, সঙ্কলক— ড. মুহম্মাদ শহীদুল্লাহ।
  5. আধুনিক বাংলা অভিধান, প্রকাশক— বাংলা একাডেমি, ঢাকা।
  6. ইতিহাস অভিধান — যোগনাথ মুখোপাধ্যায়।
  7. চলন্তিকা, সঙ্কলক— রাজশেখর বসু।
  8. চাকমা ভাষার অভিধান, সঙ্কলক— সি আর চাকমা।
  9. ছবি ছড়ায় অভিধান, সঙ্কলক— মিহির সেন।
  10. জীবনীকোষ।
  11. ঢাকাইয়া কুট্টিভাষার অভিধান, সঙ্কলক— মোশাররফ হোসেন ভূঞা।
  12. দৃষ্টান্ত বাক্য সংগ্রহ, সঙ্কলক— বরুণ কুমার চক্রবর্তী।
  13. নিরামিষ অভিধান।
  14. পরিভাষা কোষ, সঙ্কলক— সুপ্রকাশ রায়।
  15. পারসীক অভিধান, সঙ্কলক— জয়গোপাল তর্কালঙ্কার।
  16. ফার্সী-বাংলা-ইংরেজি অভিধান
  17. বঙ্গীয় শব্দকোষ, সঙ্কলক— হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
  18. বাংলা অশিষ্ট শব্দের অভিধান — মানস কুমার রায়চৌধুরী।
  19. বাংলা উচ্চারণ কোষ।
  20. বাংলা একাডেমি বানান অভিধান, প্রকাশক— বাংলা একাডেমি, ঢাকা।
  21. বাংলা বচনাভিধান, সঙ্কলক— শ্রীঅমরেন্দ্রনাথ রায়।
  22. বাংলা ভাষায় আরবী ফার্সী তুর্কী হিন্দি উর্দু শব্দের অভিধান — কাজী রফিকুল হক।
  23. বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফারসি, উর্দু শব্দের অভিধান— মোহাম্মদ হারুন রশিদ।
  24. বাংলা লেখক ও সম্পাদকের অভিধান।
  25. বাংলা সংস্কৃত ইংরেজি অভিধান।
  26. বাংলা সমাস অভিধান।
  27. বাংলা সাহিত্যকোষ — বাংলা একাডেমি, ঢাকা।
  28. বাংলা স্ল্যাং সমীক্ষা ও অভিধান — অভ্র বসু।
  29. বাঙলা উচ্চারণ অভিধান — নরেন বিশ্বাস।
  30. বাঙলা, হিন্দী, ইংরেজি অভিধান, সঙ্কলক— বিধুভূষণ দাশগুপ্ত।
  31. বাঙ্গালা বচনাভিধান — অমরেন্দ্র নাথ রায়।
  32. বাঙ্গালা ভাষার অভিধান, সঙ্কলক— জ্ঞানেন্দ্রমোহন দাস।
  33. বাঙ্গালা শব্দকোষ — যোগেশচন্দ্র রায়।
  34. বেঙ্গলী-নেপালি ডিকশনারি — এ. কে. বসু।
  35. বৈজ্ঞানিক অভিধান — শুভেন্দ্রকুমার মিত্র
  36. বৈজ্ঞানিক শব্দের অভিধান — দেবেন্দ্রনাথ বিশ্বাস।
  37. ব্যবহারিক শব্দকোষ — কাজী আবদুল ওদুদ।
  38. ব্যুৎপত্তিমালা — শ্রীহরিনাথ তর্করত্ন।
  39. ভারতকোষ।
  40. ভারতী বাঙলা অভিধান, প্রকাশক— ভারতী বুক স্টল, কলকাতা।
  41. ভাষাশিক্ষা অভিধান — রসিকচন্দ্র কাব্যরত্ন।
  42. মিত্রাক্ষর — মুহাম্মদ হাবিবুর রহমান।
  43. রামায়ণী বাংলা অভিধান — সুধাংশুশেখর গুপ্ত।
  44. সংসদ বাংলা অভিধান, প্রকাশক— সাহিত্য সংসদ, কলকাতা। — ইত্যাদি।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র