অগ্রাহ্য [ন = অ— গ্রাহ্য (গ্রহণীয়) নঞ্ তৎপুরুষ সমাস] বিশেষণ, গ্রাহ্য নয়; গ্রাহ্য করিবার উপযুক্ত নয়; হেয়; অবজ্ঞেয়; অশ্রদ্ধেয়। প্রয়োগ— গুরুজনের কথা অগ্রাহ্য করা উচিত নহে। ২ গ্রহণের অনুপযুক্ত। ৩ যা গ্রহণ করা অপ্রশস্ত বা অবৈধ।
অগ্রাহ্য agrāhya বিশেষণ, ১ মেনে নেওয়া যায় না এমন, অগ্রহণী. (এ যুক্তি অগ্রাহ্য); ২ অবজ্ঞেয়; ৩ বাতিল, নামঞ্জুর (আবেদন অগ্রাহ্য হওয়া)। [সংস্কৃত ন (অ)+গ্রাহ্য]।